আপনাদের কিছু কমন প্রশ্ন ও উত্তর

FAQ

মিলেট কি?

মিলেট হলো ক্ষুদ্র দানাদার খাদ্য শস্যের একটি গ্রুপ। রাগি, জোয়ার, বাজরা, কাউন ইত্যাদি কয়েকটি ক্ষুদ্র দানাদার শস্যেকে একত্রে মিলেট বলা হয়। যা অন্যান্য শস্যের থেকে অধিক পুষ্টিকর এবং উচ্চ হজমযোগ্য। এগুলো গ্লুটেন-মুক্ত শস্য। মিলেটকে সুপারফুড হিসাবেও বিবেচিত হয়।

অঙ্কুরিত করার কারন কি?

অঙ্কুরিত শস্য সাধারন শস্যের তুলনায় বেশি পুষ্টিগুন সমৃদ্ধ এবং এতে জীবন্ত এনজাইমের পরিমান বেশি থাকায় খাদ্য হজম করা সহজ হয়। বিশেষজ্ঞরা একে পুষ্টির পাওয়ার হাউস বলে থাকেন।

আপনাদের সকল প্রোডাক্ট গুলো কি প্রিজার্ভেটিব ও আর্টিফিশিয়াল ফ্লেবার মুক্ত?

জ্বি, আমাদের প্রতিটি খাবারই প্রিজার্ভেটিভ, আর্টিফিশিয়াল ফ্লেবার, আর্টিফিশিয়াল কালার, মাল্টোডেক্সট্রিন সহ সকল ধরনের কেমিক্যাল মুক্ত। তাছাড়া অন্যান্য দূষিত পদার্থ থেকে মুক্ত রাখতে আমাদের রয়েছে পরিচ্ছন্ন প্রোডাশন হাউজ।

গ্লুটেন কি? আপনাদের খাবার গুলো কেন গ্লুটেন মুক্ত?

গ্লুটেন মূলত একধরনের জটিল প্রোটিন। এর কাগুজে নাম প্রোলামিন। গম, রাই, বার্লিতে থাকে। গ্লুটেন স্থুলতার বড় কারন এবং সিলিয়াক রোগীদের জন্য অত্যন্ত ঝুকিপূর্ন। এজন্য আমাদের খাবার গুলো গ্লুটেন মুক্ত ফর্মূলায় তৈরী করা হয়েছে।

আপনাদের খাবার গুলো কি ল্যাবটেস্ট করা?

জ্বি অবশ্যই, আমাদের প্রতিটি খাবারই মাইক্রোবায়োলজিক্যাল প্যারামিটারে ল্যাবটেস্ট করা। তাই আপনারা নিশ্চিন্তে এই খাবার গুলো বাচ্চাদের দিতে পারেন।

অগ্রীম পেমেন্ট করতে হয় কি?

জ্বি না, গ্রাহকদের ঝামেলা মুক্ত অর্ডার নিশ্চিত করতে আমরা দিচ্ছি সম্পূর্ন ক্যাশ অন হোম ডেলিভারী।

ডেলিভারী চার্জ কত?

আমরা ফ্লাট রেট বিজনেস মডেল অনুসরন করি। বাংলাদেশের যে কোন জায়গায় ডেলিভারী চার্জ ১০০ টাকা।

অর্ডার করার পর ডেলিভারী পেতে কত দিন লাগে?

অর্ডার করার পর আমাদের একজন প্রতিনিধি ফোন কলের মাধ্যমে অর্ডারটি কনফার্ম করে নিবে।

অর্ডার কনফার্ম করার পর ঢাকার ভেতর ১-২ দিনের মধ্যে, এবং ঢাকার বাইরে ২-৩ দিনের মধ্যেই ডেলিভারী পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

Any other query

এছাড়াও আপনার যে কোন জিজ্ঞাসা থাকলে এখানে জানাতে পারেন।

Contact form